আধার কার্ড হল একটি ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর যা ভারতীয় বাসিন্দাদের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা জারি করা হয়। এটি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের একটি মূল অংশ, এবং এটি বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক্স-ভিত্তিক সনাক্তকরণ ব্যবস্থা। এটি একজন ভারতবাসীর কাছে এমন একটি গুরুত্বপূর্ণ নথি যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তিকে বহন করতে হয়, অন্যথায় সেই ব্যক্তি সর্বদাই কোনো না কোনো সমস্যায় পড়তেই হবে। তাই আজকের দিনে প্রতিটি মানুষ চায় যে তার মূল্যবান এই নথিটিকে সঠিক রাখতে, যাতে কোনো ভুল না থাকে।
তাই আমাদের কাছে মাঝে মাঝেই ফোন আসে যে আমরা আধারের কাজ করি কিনা! তার আগে আপনাদের
কিছু তথ্য জানিয়ে রাখি। আজ থেকে বেশ কয়েক বছর আগে সাধারণ সাইবার ক্যাফে গুলিতে আধারের
প্রায় সকল ধরনের কাজ করা যেত। কিন্তু বর্তমানে জালিয়াতি বেড়ে যাওয়ার জন্য কেন্দ্র সরকার
এই সব কাজ কর্ম গুলি থেকে সাইবার ক্যাফে গুলিকে বিরত রেখেছে। যাতে কোনো প্রকার জালিয়াতি
না হয় তাই নির্দিষ্ট কিছু নামী ব্যাঙ্ক ও পোস্টঅফিসদের দায়িত্ব দিয়েছে আধারের কাজ গুলি
সঠিকভাবে করার জন্য।
তবুও বেশ কিছু অসাধু ব্যক্তি যারা সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ও তাদের থেকে মোটা টাকা নিয়ে নকল আধার কার্ড তৈরি করে দিয়ে থাকে। পরবর্তীকালে সমস্যায় পরে সেই সাধারণ মানুষজন। তাই নিজে সচেতন থাকুন ও অপরকেও সচেতন করুন।
তাহলে সবার ভিতরে প্রশ্ন আসবে আমরা আধারের কি কি কাজ করি?
১) আধারের ডকুমেন্ট আপডেট করা
২) আবেদন করা বা সংশোধন করা আধারের স্ট্যাটাস চেক করা
৩) আধার সংক্রান্ত কোনো ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে দেওয়া
৪) কেউ নতুন আধার তৈরি বা ভুল আধার কারেকশন করতে চাইলে তাঁকে
আপয়েন্টমেন্ট বুক করে দেওয়া
৫) আধার কার্ডে যদি ঠিকানা ভুল থাকে তবে তা কারেকশন করে দেওয়া
৬) ই- আধার কার্ড ডাউনলোড করে দেওয়া
৭) পিভিসি আধার কার্ড অর্ডার করে দেওয়া
৮) আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা তা চেক করে
দেওয়া
৯) আধার কার্ডে বায়োমেট্রিক লক বা আনলক করা
১০) আধার কার্ডে কোনো ব্যাঙ্ক একাউন্ট লিঙ্ক আছে কিনা তা চেক
করে দেওয়া
১১) আধার কার্ডের ভারচুয়াল নাম্বার তৈরি করে দেওয়া।
নতুন কাস্ট সার্টিফিকেট (SC/ ST) তৈরি করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে? জানেন কি? না জানলে ক্লিক করুন
বিঃ দ্রঃ- উপযুক্ত নথি ছাড়া আমরা
কোনো পরিষেবা দিতে পারি না। আপনার কাছে উপযুক্ত নথি/ প্রমাণ থাকলেই আমরা আপনাকে দ্রুত
পরিষেবা দিতে পারবো।
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন