ভারতীয় সমাজের একটি
অংশকে EWS Economically Weaker Section অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ বোঝায় যারা সংরক্ষিত
বিভাগের বাইরে পড়ে এবং যাদের বার্ষিক পারিবারিক আয় 8
লক্ষ টাকার কম।
তাহলে নতুন EWS সার্টিফিকেট তৈরি করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে?
(১) আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট ছবি
(২)
ইনকাম ট্যাক্স রিটার্নের কোনো ডকুমেন্ট থাকলে দিতে পারেন
(৩) নিজের আয় ও সম্পত্তির
নথি- বার্ষিক ইনকাম সার্টিফিকেট/ চাষের জমি/ বসতি ফ্ল্যাট, বাড়ির নথি
(৪)
আবেদকারীর আধার কার্ড
(৫)
আবেদকারীর জন্ম সার্টিফিকেট/ অ্যাডমিট কার্ড/
(৬)
আবেদকারীর প্যান কার্ড
(৭)
আবেদকারীর কাস্ট সার্টিফিকেট
(৮)
আবেদকারীর আবাসিক শংসাপত্র
(৯) এছাড়া লাগবে ২ জন সাক্ষী। অর্থাৎ আপনার অঞ্চলে
বাস করে ও আপনাকে চেনে ও EWS অন্তর্ভুক্ত এমন ২ জন ব্যক্তির EWS সার্টিফিকেট ও ভোটার
কার্ডের জেরক্স আপনাকে সাথে অবশ্যই আনতে হবে।
তবে উপরোক্ত ৪- ৮ নাম্বার সিরিয়ালের মধ্যে কোনো একটি ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো না কোনো ডকুমেন্ট অবশ্যই লাগবে।
বিঃ দ্রঃ- আমরা শুধুমাত্র
যে এই EWS সার্টিফিকেট অনলাইনে আবেদন করি তা
নয়, আপনার আবেদন করা সার্টিফিকেট ডাউনলোড করা এবং তার স্ট্যাটাস দেখা ইত্যাদি নানাবিধ
সুবিধা আমাদের থেকে পাবেন।
একটি নতুন ভোটার কার্ডের আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে জানেন কি? না জানলে ক্লিক করুন
বিঃ দ্রঃ- উপযুক্ত নথি ছাড়া আমরা
কোনো পরিষেবা দিতে পারি না। আপনার কাছে উপযুক্ত নথি/ প্রমাণ থাকলেই আমরা আপনাকে দ্রুত
পরিষেবা দিতে পারবো।
এছাড়াও অন্য কোনো
বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার
জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন