প্যান কার্ডে নাম সংশোধন | Name Correction in PAN Card

 

পূর্বের একটি প্রতিবেদনে আমরা আলোচনা করেছিলাম একটি প্যান কার্ডের ভুল তথ্য কিভাবে সংশোধন করতে হয় ও প্যান কার্ড সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। যদি আপনারা কেউ সেটি এখনও না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে সেই প্রতিবেদনটি আগে পরে আসুন।

এখানে ক্লিক করুন

আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কোনো প্যান কার্ড কোনো ব্যক্তির নাম কিভাবে সংশোধন বা পরিবর্তন করতে হয় ও তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে।

--- প্যান কার্ডের নাম সংশোধন ও পরিবর্তন করার জন্য কি কি নথির দরকার ---

আমাদের অনেক ক্ষেত্রে প্যান কার্ডে নিজের নাম ভুল থেকে যায় বা কোনো মহিলার বিবাহের পরে তার নামের পদবী পরিবর্তনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস মনে রাখতে হবে।

নিচের ছকে আরও বিস্তারিত তথ্য দেওয়া হল-

এই ছকটি ভাল করে দেখুন, বুঝতে না পারলে নিচের লেখা গুলি পড়ুন----

--- প্যান কার্ডের নাম সংশোধন ও পরিবর্তন করার জন্য (বিবাহিত মহিলার ক্ষেত্রে) কি কি নথির দরকার ---

১) আপনার ম্যারেজ সার্টিফিকেট বা বিয়ের আমন্ত্রনের চিঠি

২) অফিসিয়াল গ্যাজেটে আপনার নাম যে পরিবর্তন হয়েছে, তার প্রমান

৩) পুরনো প্যান কার্ডের জেরক্স

৪) আধার কার্ডের জেরক্স। (পরিবর্তিত নাম সহ)

৫) পাসপোর্টে যদি আপনার স্বামীর নাম লেখা থাকে, সেটা দিলেও হবে

৬) গেজেটেড অফিসার কর্তৃক দেওয়া সার্টিফিকেট। (পরিবর্তিত নাম সহ)

 

--- প্যান কার্ডের নাম সংশোধন ও পরিবর্তন করার জন্য (অবিবাহিত মহিলার ক্ষেত্রে) কি কি নথির দরকার ---

১) অফিসিয়াল গ্যাজেটে আপনার নাম যে পরিবর্তন হয়েছে, তার প্রমান

২) গেজেটেড অফিসার কর্তৃক দেওয়া সার্টিফিকেট। (পরিবর্তিত নাম সহ)

 

* প্যান কার্ড সংশোধন করার যাবতীয় ফর্ম আমরাই পূরণ করব, আপনাদের কিছুই করতে হবে না।

* প্যান কার্ড সংশোধন দিনের দিনই আবেদন করে দেওয়া হয়।

* প্যান কার্ড সংশোধনের আবেদনের পরে নিজেরা এসে স্লিপটি নিয়ে যাবেন।

* প্যান কার্ড সংশোধনের আবেদনের ৭-৮ দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারেন। (শর্তাবলী প্রযোজ্য)

* প্যান কার্ড সংশোধনের আবেদনের ১৫-২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।

বিঃ দ্রঃ- মনে রাখবেন প্যান কার্ড সংশোধনের আবেদনের মূল্য কোনো অবস্থায় ফেরত হবে না।

এরপরেও যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাস্য থাকে তবে এই ওয়েবসাইটের নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন।

একটি নতুন প্যান কার্ড কিভাবে তৈরি করতে হয় ও তৈরি করতে কি কি ডকুমেন্ট দরকার, জানতে হলে এই লিঙ্কে ক্লিক করুন

প্যান কার্ড সংক্রান্ত যে কোনো বিষয়ে আর বিশদে জানার জন্য সরাসরি আমাদের সাইবার ক্যাফেতে যোগাযোগ করুন। আমাদের ক্যাফে খুঁজে পেতে সমস্যা হলে পাশের চিহ্নে ক্লিক করুন F