আমাদের সাইবার ক্যাফের এই ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই।
বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী, শিক্ষক দিবস, উপনয়ন এছাড়াও
যেকোনো সামাজিক অনুষ্ঠান বা নিজের ঘরকে সুন্দর করে সাজানোর জন্য গিফট আইটেমের জুরি
মেলা ভার। এবার সেই গিফট আইটেম যদি আপনার নিজের মনের মত করে বানিয়ে নিতে পারেন তবে
এর থেকে ভালো হয়তো কিছুই হবে না।
হ্যাঁ এবার কল্যাণীতে আমরা নিয়ে এসেছি কাস্টমাইসড গিফট আইটেমের বিপুল সম্ভার। আমাদের দোকানে আপনারা বিভিন্ন রকমের কফি মগ, জলের বোতল, বিভিন্ন রকমের আধুনিক ফোটো ফ্রেম, চাবির রিং, পেনসিল ব্যাগ, পিভিসি কার্ড, পাজেল, বিভিন্ন টি-শার্ট, রাখি ইত্যাদি বিভিন্ন রকমের গিফট আইটেম নিজের মনের মত করে বানিয়ে নিতে পারবেন।
এছাড়াও আপনারা আমাদের সাইবার ক্যাফেতে সকল ধরনের ষ্টেশনারী দ্রব্য পেয়ে যাবেন। যেমন- খাতা, মলাট, আর্ট পেপার, পেন, পেনসিল, রবার, কাটার, সেলটেপ, A4 পৃষ্ঠা, বিভিন্ন খাম, স্টেপলার, পিন, হোয়াইটনার, গিফট করার জন্য পেন, ষ্ট্যাম্প প্যাড ইত্যাদি।
আপনি কেন আমাদের থেকে অর্ডার করবেন?
(১) বাজারের অন্যান্য দোকানের থেকে দাম কম পাবেন
(২) অন্যান্য দোকানের জিনিসের মানের তুলনায় আমাদের জিনিসের
মান ভালো
(৩) নামী দামী ই- কমার্স ওয়েবসাইটের মত বিভিন্ন সময় নোটিফিকেশন
যাবে আপনার কাছে
(৪) সব থেকে কম সময়ে আমরা ডেলিভারি করি
(৫) সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ফোন/ WhatsaApp Chat সুবিধা
(৬) সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন অফারের সুযোগ
আমাদের গিফট আইটেমের ক্যাটলগ শেয়ার করে রাখলাম
অর্ডার করতে যোগাযোগ করুন- (+91) 84200 42123
অর্ডার করার আগে যে যে বিষয়গুলি খেয়াল রাখবেন
(১) অর্ডার করার সময় যে আইটেম অর্ডার করছেন তাঁর মূল্যের ৫০% টাকা অগ্রিম দিতে
হবে।
(২) অর্ডার সংগ্রহ আপনাকে আমাদের সাইবার ক্যাফে থেকেই করতে হবে।
(৩) যদি ডেলিভারি নিতে চান তবে স্থান বিশেষে কিছু টাকা ডেলিভারি চার্জ হিসাবে
ধার্য করা হবে।
(৪) বিক্রিত গিফট আইটেম কোনো ভাবেই ফেরত হবে না বা তার মূল্য ফেরত হবে না।