যদি একজন ব্যক্তি একটি সংরক্ষিত বিভাগের অন্তর্গত হয়ে থাকেন
তবে জাত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট আইনী
প্রমাণ হিসাবে বিবেচিত হয়। সংরক্ষণ কোটার অধীনে চাকরি পেতে বা একটি শিক্ষা প্রতিষ্ঠানে আসন এবং ফি শিথিলকরণ পেতে এই কাস্ট সার্টিফিকেট
প্রধান নথি হিসাবে বিবেচিত হয়।
তাহলে নতুন কাস্ট সার্টিফিকেট (SC/ ST) তৈরি করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে?
কাস্ট সার্টিফিকেট
আবেদন করতে গেলে প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে, যার জন্য আবেদন করবেন, তার পিতৃকুলের
কোনো একজন ব্যক্তির কাস্ট সার্টিফিকেট দিতে পারলে খুবই কম সময়ে আবেদনকারী তার নতুন
কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন।
এছাড়াও যে যে ডকুমেন্ট লাগবে?
(১)
আবেদনকারীর সাথে সম্পর্ক প্রমাণ হিসাবে-
ব্লাড
রিলেশন চার্ট/ মাইগ্রেশন সার্টিফিকেট/ স্থানীয় কর্তৃপক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট/ ভোটার
কার্ড
(২)
বয়সের প্রমাণ হিসাবে-
জন্ম
সার্টিফিকেট/ অ্যাডমিট কার্ড/ আধার কার্ড
(৩)
পরিচয় প্রমাণ হিসাবে-
অ্যাডমিট
কার্ড/ আধার কার্ড/ প্যান কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট/ কোনো গ্যাজেটেট
অফিসারের দেওয়া সার্টিফিকেট
(৪)
নাগরিকত্বের প্রমাণ হিসাবে-
রেশন
কার্ড/ আধার কার্ড/ প্যান কার্ড/ ভোটার কার্ড/ জন্ম সার্টিফিকেট/ স্থানীয় কর্তৃপক্ষ
থেকে দেওয়া সার্টিফিকেট
(৫)
এছাড়াও লাগবে আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট ছবি
(৬)
আবেদনকারীর বা তার বাবা অথবা মায়ের ভোটার কার্ড
(৭)
এছাড়া লাগবে ২ জন সাক্ষী। অর্থাৎ আপনার অঞ্চলে বাস করে ও আপনাকে চেনে ও আপনার মতই একই
কাস্টের অন্তর্ভুক্ত এমন ২ জন ব্যক্তির কাস্ট সার্টিফিকেট ও ভোটার কার্ডের জেরক্স আপনাকে
সাথে অবশ্যই আনতে হবে।
এবার বলি নতুন কাস্ট সার্টিফিকেট (OBC) তৈরি করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে?
OBC সার্টিফিকেট করতে গেলে
উপরে উল্লিখিত সব ডকুমেন্টগুলি লাগবে তার সাথে অতিরিক্ত জা লাগবে তা হল-
(১) আয় ও সম্পত্তির
নথি-
বার্ষিক ইনকাম সার্টিফিকেট/
চাষের জমি/ বসতি ফ্ল্যাট, বাড়ির নথি
শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট আবেদন করাই নয়, কাস্ট সার্টিফিকেটের অন্যান্য পরিষেবাও আপনারা আমাদের সাইবার ক্যাফেতে পাবেন। যেমন-
- è
নতুন কাস্ট সার্টিফিকেট বের করা
- è
কাস্ট সার্টিফিকেটের আবেদনের স্ট্যাটাস চেক করা
- è
পুরানো কাস্ট সার্টিফিকেটের পরিবর্তে ডিজিটাল
কাস্ট সার্টিফিকেট বের করা
বিঃ দ্রঃ- উপযুক্ত নথি ছাড়া আমরা কোনো
পরিষেবা দিতে পারি না। আপনার কাছে উপযুক্ত নথি/ প্রমাণ থাকলেই আমরা আপনাকে দ্রুত পরিষেবা
দিতে পারবো।
এছাড়াও অন্য কোনো
বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার
জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন