অনলাইনে SIR এর ফর্ম পূরণ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? | Documents for online enumeration form fill up

 

দেখতে দেখতে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে SIR। SIR এর ফর্ম পূরণ করা যাচ্ছে দুইভাবে (১) অনলাইন (২) অফলাইন পদ্ধতিতে। ০৮/১১/২০২৫ তারিখ থেকে অনলাইনে শুরু হয়েছে SIR এর ফর্ম ফিলাপের কাজ। তাই যারা অনলাইনে SIR এর ফর্ম ফিলাপ করাতে চাইছেন, তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাইবার ক্যাফেতে।

তবে আমাদের সাইবার ক্যাফেতে আসার আগে যে যে জিনিসগুলি আপনাকে জানতে হবে ও সাথে আনতে হবে।

(১) যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবে অনলাইনে SIR এর ফর্ম পূরণ করা যাবে না।

(২) যদি আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবে অনলাইনে SIR এর ফর্ম পূরণ করা যাবে না।

(৩) সাথে আনবেন নিজের ভোটার কার্ড, আধার কার্ড ও রঙিন পাসপোর্ট ছবি।

(৪) যদি আপনার নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকে তবে সেই লিস্টের কপি।

(৫) যদি আপনার নাম ২০০২ সালের ভোটার না লিস্টে থাকে তবে আপনার বাবা/ মা/ ঠাকুমা/ দাদুর ২০০২ সালের ভোটার লিস্টের কপি।

* আরও মনে রাখবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ সাইট খুব আসতে চলছে, তাই সম্পূর্ণ ফর্ম ফিলাপে সময় লাগতে পারে। *

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন