রাজ্যে চলাচলকারী লক্ষ লক্ষ টোটো (ই-রিক্সা) চালকদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর রাজ্যের সমস্ত টোটোকে আইনি কাঠামোর আওতায় আনতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। এখন থেকে প্রতিটি টোটোর একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকবে, যা ছাড়া রাস্তায় গাড়ি নামানো যাবে না। এই উদ্যোগের ফলে একদিকে যেমন যাত্রীদের সুরক্ষা বাড়বে, তেমনই টোটো গাড়িগুলির সঠিক তথ্য সরকারের কাছে নথিভুক্ত থাকবে।
আগামী ৩০সে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে হবে। টোটো রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাইবার ক্যাফেতে। এখন থেকে টোটো রেজিস্ট্রেশন ছাড়া কোন টোটো রাস্তায় চলাফেরা করতে পারবে না তাই অবশ্যই আপনাদের যাদের TOTO বা E-RIKSHA রয়েছে তারা নির্ধারিত সময়ের আগেই আপনাদের টোটো রেজিস্ট্রেশন করে নেবেন এবং নম্বর প্লেট কালেকশন করে নেবেন।
টোটো রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
টোটো চালকের তথ্য:
- আঁধার কার্ড
- মোবাইল নম্বর (OTP)
- আবেদনকারীর রক্তের গ্রূপ
- ব্যাঙ্ক এর তথ্য
- ড্রাইভিং লাইসেন্স (না থাকলেও হবে)
- আবেদনকারীর ফটো
- WBSEDCL Meter Number
টোটোর নথি:
- টোটো প্রস্তুতকারকের নাম,
- টোটোর মডেল, চ্যাসিস নম্বর, মোটর নম্বর, মোটরের পাওয়ার, টোটোর রং ইত্যাদি ।
- টোটোর ছবি
- টোটোর বিল (invoice) অথবা self-declaration form.
এই সমস্ত ডকুমেন্ট লাগবে টোটো রেজিস্টেশন করতে। যদি কারো ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলেও করতে পারবেন রেজিস্টেশন।
টোটো রেজিস্টেশন করতে কত টাকা লাগবে?
টোটো রেজিস্টেশন করা যাবে দুটি ভাবে একটি ১ বছরের জন্য এবং আর একটি ১৮ মাসের জন্য । যদি ১ বছরের জন্য করেন তাহলে টাকা লাগবে 1740 টাকা (এর মধ্যে সাইবার ক্যাফের চার্জ অন্তর্ভুক্ত নয়)। আর যদি ১৮ মাসের জন্য রেজিস্টেশন করেন তাহলে লাগে 2940 টাকা (এর মধ্যে সাইবার ক্যাফের চার্জ অন্তর্ভুক্ত নয়)। আপনার ইচ্ছে মতো রেজিস্টেশন করতে পারবেন একবার রেজিস্টেশন হলে নির্ধারিত সময় পর আবার রিনিউ করতে হবে । মনে রাখবেন রেজিস্ট্রেশনের টাকা কোনো ভাবে সরকার ফেরত দেবে না।
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন
আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন
