২০০২ সালের ভোটার লিস্ট লাগবে? | Get 2002 Voter List

 

রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে SIR, এখন প্রত্যেকটি ভারতীয় নাগরিকের অস্তিত্ব ও নাগরিকত্ব প্রমাণ করার জন্য অতি প্রয়োজনীয় হয়ে গেছে ২০০২ সালের পুরানো ভোটার লিস্ট। তাই এই ভোটার লিস্ট না বের করতে পেরে অনেকেই অযথা আতঙ্কিত হয়ে পড়ছেন। 

তাই আপনাদের পাশে (বিশেষত যারা ইন্টারনেট কম বোঝেন বা পড়াশুনা জানেন না) আছি আমরা। এবার আপনি আমাদের সাইবার ক্যাফে থেকে বের করে নিতে পারবেন আপনার/ আপনার অভিভাবকের পুরানো ২০০২ সালের ভোটার লিস্ট যা আপনাকে SIRএ ফর্ম ফিলাপের সময় জমা করতে হবে।

* তবে এই ক্ষেত্রে আপনি আমাদের যে সাহায্য করবেন*

(১) আপনার ২০০২ সালে ভোটার তালিকায় আদৌ নাম ছিল কিনা!

(২) আপনি কোথায় ভোট দিতেন অর্থাৎ আপনার ২০০২ সালের ভোট কেন্দ্র

(৩) আপনার ২০০২ সালের সঠিক ঠিকানা

(৪) যদি আপনার কাছে পার্ট নাম্বার থাকে তবে আরও ভালো 

 

নিজেকে বৈধ নাগরিক প্রমাণ করতে, SIR-এর জন্য কী কী নথি প্রয়োজন?

১) যে কোনও পরিচয়পত্র/পেনশনের কাগজ/রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়াত্ত সংস্থার কর্মী হলে পেনশনের নথি।

২) ১৯৮৭ সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC, রাষ্ট্রায়াত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, সার্টিফিকেট বা অন্য নথি।

৩) বৈধ জন্মের শংসাপত্র।

৪) পাসপোর্ট।

৫) মাধ্যমিক বা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র।

৬) সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ঠিকানার নথি।

৭) অরণ্যের অধিকারের শংসাপত্র।

৮) OBC/SC/ST বা অন্য যে কোনও জাতির বৈধ শংসাপত্র।

৯) NRC-র নথি থাকলে (যে রাজ্যে হয়ে থাকবে)

১০) রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্তির নথি।

১১) জমি বা বাড়ির সরকারি নথি। 


এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন