২০২৫ সালে WBHRB নিয়োগের জন্য মোট শূন্যপদ ৮০২৪, কারণ বিভিন্ন পদ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত, উল্লেখযোগ্য বিজ্ঞপ্তিগুলির মধ্যে বিভিন্ন পদের শূন্যপদগুলির একটি তালিকা এখানে দেওয়া হল:
স্টাফ নার্স গ্রেড-২: ৫০১৮ টি শূন্যপদ।
জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO): ১২২৭ টি শূন্যপদ।
সহকারী অধ্যাপক: ৬২২ টি শূন্যপদ।
ফার্মাসিস্ট গ্রেড III: ৩৫০ টি শূন্যপদ।
মেডিকেল টেকনোলজিস্ট (গ্রেড III): ৮০৭ টি শূন্যপদ।
আমাদের সাইবার ক্যাফেতে অনলাইন ফর্ম ফিলাপ চলছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২২শে সেপ্টেম্বর ২০২৫। শেষ এডিট করা যাবে ২৫শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
আরও বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুন
আবেদনের তারিখ বাড়ানো হয়েছে। নতুন নোটিশ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন