ড্রাইভার অনুমতি পত্র বের করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে? | Required documents for driver authorization certificate

 

আপনি যদি গাড়ির মালিকের দেওয়া অথোরাইজেশন সার্টিফিকেট অর্থাৎ অনুমতি পত্র সার্টিফিকেট ছাড়া গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যান, কিন্তু আপনার কাছে গাড়ির সমস্ত নথি ও উপযুক্ত একটি ড্রাইভিং লাইসেন্স ও রয়েছে, কিন্তু অথোরাইজেশন সার্টিফিকেট নেই! তাহলে আপনাকে 197(1) MV Act Taking an driving vehicle without consent of owner or lawful authority (197(1) এর আওতায় ৫০০০/- জরিমানা দিতে হবে।

ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?

বাইক হোক বা অন্য কোনো গাড়ি এর অথোরাইজেশন সার্টিফিকেট এর জন্য আগে RTO অফিসে যেতে হতো। কিন্তু এখন আপনি আমাদের সাইবার ক্যাফে থেকেই অল্প কিছু খরচেই driving authorization letter বানিয়ে নিতে পারবেন। 

একবার Vehicle Authorization সার্টিফিকেট তৈরি করলে, তার মেয়াদ থাকবে এক বছর। এক বছর পর্যন্ত আপনি যে গাড়ির মালিক আপনাকে অনুমোদন দিয়েছে,তার গাড়ি আপনি চালাতে পারবেন এবং কোনোরকম ট্রাফিক জরিমানা দিতে না অথোরাইজেশনের।

আসুন এবার জেনে নিন Vehicle Authorization সার্টিফিকেট তৈরি করাতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?

(১) গাড়ির মালিকের অর্থাৎ যার নাম গাড়ি, তার আধার কার্ড, গাড়ির RC ও ড্রাইভিং লাইসেন্স।

(২) আপনি অর্থাৎ মালিক যাকে গাড়ি চালাতে দিতে চায়, তার ড্রাইভিং লাইসেন্স।

(৩) গাড়ির মালিকের আধার কার্ডের সাথে লিঙ্ক ফোন সাথে নিয়ে আসতে হবে।

কিভাবে এই সার্টিফিকেট পাবেন?

আবেদন করা কালীন আপনাকে এই authorization letter এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ১০০/- টাকা পেমেন্ট (সাইবার ক্যাফের সার্ভিস চার্জ আলাদা) করতে হবে। ও সাথে সাথে আপনি পেয়ে যাবেন driving authorization letter.

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন

Newest