কিভাবে UDID কার্ড তৈরী করাবেন? | How to get UDID card for Disability

 

UDID অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ডকে বোঝায়, যা ভারত সরকারের একটি জাতীয় উদ্যোগ যার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের (PwDs) জন্য একটি জাতীয় ডাটাবেস তৈরি করা এবং সরকারি সুবিধা এবং স্কিমগুলির উপকারিতা পাওয়ার জন্য তাদের একটি ইউনিক আইডি কার্ড প্রদান করা।

তবে এবার আপনাকে জানতে হবে এই UDID কার্ড কোথা থেকে পাবেন বা কিভাবে আবেদন করবেন?

UDID কার্ডের আবেদন আমাদের সাইবার ক্যাফে থেকেই করাতে পারবেন, তবে তার আগে আপনাকে জানতে হবে এই কার্ডের আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট আপনার থাকা জরুরী।

যে যে ডকুমেন্টগুলি আপনাকে সাথে আনতে হবে

যার আবেদন হবে তার রঙিন পাসপোর্ট ছবি, তার সাইন বা আঙুলের ছাপ

আইডেন্টি প্রুফ হিসাবে-

  • Income Tax PAN Card
  • Voter ID / Election Commission ID Card
  • Ration Card with Photo
  • Driving License
  • Passport
  • Aadhaar Card
  • Arms License
  • Smart card issued by CSD, Defence / Paramilitary
  • CGHS / ECHS Card
  • Photo Identity Card issued by Govt. recognized edu
  • Photo Identity Card (of Central Govt./PSU or State
  • Current passbook of Post Office/any scheduled bank
  • Address card with photo issued by Deptt. Of Posts
  • Photo Credit Card
  • Certificate of photo identity issued by Village Pal
  • Certificate of address with photo from Govt. recog
  • Certificate of address having Photo issued by MP/M
  • Pensioner Card having photo

ঠিকানার প্রমান হিসাবে-

  • Driving License
  • Ration Card
  • Voter ID
  • Other (Domicile Certificate)
  • Aadhaar Card
  • Passport
  • Kissan Passbook with address
  • Freedom Fighter Card with address
  • Pensioner's Card with address
  • Caste and Domicile Certificate with address and photo issued by State G
  • Credit Card Statement (not older than last three months)
  • Photo Identity Card having address (of Central Govt./PSU or State Govt
  • Current Passbook of Post Office / Any Schedule Bank
  • Arms License
  • Address card with photo issued by Deptt. Of Posts, Govt. of India
  • Registered Sale / Lease Agreement
  • Vehicle Registration Certificate
  • Income Tax Assessment Order
  • Electricity Bill (not older than last three months)
  • Telephone Bill of Fixed line (not older than last three months)
  • Water Bill (not older than last three months)
  • Certificate of address issued by Village Panchayat head or its equivalent
  • Certificate of address with photo from Govt. recognized educational in
  • Certificate of address having Photo issued by MP/MLA/Group-A Gazetted
  • CGHS / ECHS Card
  • Sri Lankan Refugees Identity Card
এছাড়াও যদি আপনার কাছে স্থানীয় কতৃপক্ষ বা কোনো সরকারি হাসপাতাল বা কোনো রেজিস্টার ডাক্তারের দেওয়া কোনো প্রতিদ্বন্দ্বী সার্টিফিকেট বা কোনো ডকুমেন্ট থাকে তবে সেই ডকুমেন্টটি ও রেফারেন্স হিসাবে দিতে পারবেন।

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন