পর্চা বা সার্টিফাইড RoR হল জমির মালিকানার সার্টিফিকেট। এটি পশ্চিমবঙ্গের রাজস্ব বিভাগ জারি করে পর্চায় জমির মালিকের নাম, জমিটি কীভাবে ব্যবহার করা হচ্ছে (কৃষি, আবাসিক, বাণিজ্যিক, ইত্যাদি) জানা থাকে।
আমাদের সাইবার ক্যাফে থেকে খুব সহজেই ও অল্প খরচে নিজের জমির পর্চা বের করতে পারবেন।
তবে এবার জেনে নিন অনলাইনে পর্চা বের করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?
(১) জমির সঠিক খতিয়ান নাম্বার।
(২) জমির মালিকের নাম।
(৩) জমির মালিকের বাবার/ স্বামীর/ অভিভাবকের নাম।
(৪) জমির মালিকের সম্পূর্ণ বর্তমান ঠিকানা।
(৫) যেখানে জমি আছে সেই জেলার নাম, ব্লক ও মৌজা।
(৬) মার্চ ২০২৫ অনুযায়ী ১ টি পৃষ্ঠা পর্চা বের করার খরচ ২০/- টাকা। যা রাজ্য সরকার কর্তৃক ধার্য।
*** এক্ষেত্রে পর্চা বের করার জন্য সরকারের ধার্য মূল্য ছাড়াও সাইবার ক্যাফের স্বল্প সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে।
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন
আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন