একটি খাদ্য লাইসেন্স, বা FSSAI লাইসেন্স, হল ভারতে খাদ্য ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় একটি পারমিট/ অনুমোদন, যা নিশ্চিত করে যে ব্যবসাগুলি ভারতের খাদ্য সুরক্ষা ও কর্তৃপক্ষ (FSSAI) দ্বারা নির্ধারিত মান এবং সুরক্ষা মান মেনে চলে।
যদি আপনি ভাবছেন কোনো একটি খাবারের দোকান, ক্যাটারিং, হোম ডেলিভারি বা ক্লাউড কিচেন করবেন তবে এই খাদ্য লাইসেন্স একটি অতি গুরুত্বপূর্ণ একটি নথি।
তাহলে এবার জেনে নিন এই খাদ্য লাইসেন্স আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?
১) আবেদনকারীর রঙিন পাসপোর্ট ছবি।
২) আবেদনকারীর আইডেন্টি প্রুফ। যেমন- আধার, ভোটার, প্যান (যেকোনো একটি)
৩) আবেদনকারী যে জায়গা/ ভূমি তে ব্যবসা করছে না করবে তার প্রমাণ হিসাবে যেকোনো একটি নথি।
আবেদন করার মোটামোটি ১ সপ্তাহ পরেই আবেদনকারী ফুড লাইসেন্স পেয়ে যাবে। (যদি তার সব নথি সঠিক থাকে)
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন
আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন