পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS), যা সকল কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নগদহীন চিকিৎসা প্রকল্প নামেও পরিচিত, এটি রাজ্য-স্তরের স্বাস্থ্য বীমা কর্মসূচি যা রাজ্য সরকারি কর্মচারী, সর্বভারতীয় পরিষেবা (AIS) কর্মকর্তা এবং পেনশনভোগীদের নগদহীন চিকিৎসা সেবা প্রদান করে।
আপনি যদি একজন রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন আর যদি এই স্কীমে নিজেকে ও নিজের পরিবারকে নথিভুক্ত করে না থাকেন তবে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য যোগাযোগ করুন আমাদের সাইবার ক্যাফেতে, যেখানে আমরা আপনি ও আপনার পরিবারকে এই স্কীমে নথিভুক্ত করে দেব বা করতে সাহায্য করব।
এই স্কীমে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে যে যে ডকুমেন্টগুলি নিয়ে আসতে হবে-
১) আবেদনকারীর পি পি ও (PPO) নাম্বার (পেনশনভোগীদের জন্য)
২) ভোটার কার্ড/ প্যান কার্ড/ জন্ম সার্টিফিকেট
৩) আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট
৪) আবেদনকারীর শেষ অফিসের ঠিকানা/ ক্যাডারের ধরন/ পদ/ শেষ বেতন
৫) আবেদনকারীর রঙিন পাসপোর্ট ফটো ও সই
বি: দ্র:- মনে রাখবেন আবেদনকারী তার সাথে তার পরিবারের যে যে ব্যক্তিগণদের এই স্কীমে যুক্ত করবে, তাদের প্রত্যেকের রঙিন পাসপোর্ট ফটো, সই, ভোটার কার্ড/ প্যান কার্ড/ জন্ম সার্টিফিকেট লাগবে।
ফুড লাইসেন্স বানাতে কি কি ডকুমেন্ট লাগবে?
এবার জেনে নিন আবেদনকারী তার পরিবারের কোন কোন ব্যক্তিদের যুক্ত করতে পারবে?
ছেলে (২৫ বছর পর্যন্ত), অবিবাহিত কন্যা, বৈমাত্রেয় সন্তান, ছোট ভাই, ছোট বোন, বাবা, মা, স্ত্রী, স্বামী, নিজ, পোষ্য সন্তান, নির্ভরশীল বিধবা কন্যা, নির্ভরশীল বিবাহবিচ্ছেদপ্রাপ্ত কন্যা, অবিবাহিত বোন, বিধবা বোন, বিবাহবিচ্ছেদপ্রাপ্ত বোন, নির্ভরশীল শারীরিকভাবে অক্ষম পুত্র, নির্ভরশীল মানসিকভাবে অক্ষম পুত্র, বাবা (পেনশনার), ছোট বোন, বাবা, মা, স্ত্রী, স্বামী, নিজ, পোষ্য সন্তান, নির্ভরশীল বিধবা কন্যা, নির্ভরশীল বিবাহবিচ্ছেদপ্রাপ্ত কন্যা, অবিবাহিত বোন, বিধবা বোন, বিবাহবিচ্ছেদপ্রাপ্ত বোন, নির্ভরশীল শারীরিকভাবে অক্ষম পুত্র, নির্ভরশীল মানসিকভাবে অক্ষম পুত্র, বাবা (পেনশনার), মা (পেনশনার), বাবা (পারিবারিক পেনশনার), মা (পারিবারিক পেনশনার), মা (পেনশনারের সুবিধাভোগী), বাবা (পেনশনারের সুবিধাভোগী)
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন
আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন