এবার থেকে যেকোনো গ্রাম পঞ্চায়েত থেকে কোনো সার্টিফিকেট পাওয়া অনেক সহজ হয়ে গেল। আপনাদেরকে আর পঞ্চায়েতে নিজেকে যেতে হবে না। এবার আমাদের সাইবার ক্যাফে থেকেই খুব সহজেই আবেদন করে পাওয়া যাবে আপনার কাঙ্খিত গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। তাই আমাদের সাইবার ক্যাফেতে আসার আগে নিচের উল্লিখিত ডকুমেন্ট গুলি সাথে নিয়ে আসুন।
এবার বিষয় হল এই নতুন ব্যবস্থায় আপনারা কি কি সার্টিফিকেট
বের করতে পারবেন?
- Residential
- Character
- Income
- Same Person
- Distance
- Caste Authentication
- Unmarried
এবার আপনাকে জানতে হবে এই সার্টিফিকেট বের করতে
হলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে?
- পরিবারের সদস্যদের থেকে জাতির
প্রমাণ সম্পর্কিত নথি (শুধুমাত্র জাতি প্রমাণের জন্য বাধ্যতামূলক)
- গ্রাম সংসদ সদস্যের দ্বারা জারি
করা সার্টিফিকেট
- আধার কার্ড
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- ভোটার আইডি কার্ড
- রেশন কার্ড
- CGHS/ECHS কার্ড
- সরকারি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছবিসহ ঠিকানার সার্টিফিকেট (শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য)
- প্যান কার্ড
- ছবিসহ পোস্ট অফিস/কোনও নির্ধারিত
ব্যাংকের বর্তমান পাসবই
- ছবি পরিচয়পত্র (শুধুমাত্র কেন্দ্রীয়
সরকার/ PSU বা রাজ্য সরকার/ PSU এর)
- সরকার কর্তৃক জারি করা
MGNREGA কার্ড
- সরকারি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান
কর্তৃক জারি করা ছবির পরিচয়পত্র (শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য)
- ছবিসহ পেনশনভোগী কার্ড এবং ঠিকানা
- ছবিসহ এবং ঠিকানাসহ কৃষাণ পাসবই
- বর্তমান অর্থ বছরের ট্যাক্স রসিদ
বিঃ দ্রঃ- সার্টিফিকেট
প্রায় ৭ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং সার্টিফিকেটটি ৬ মাসের জন্য বৈধ।
যেহেতু গ্রাম পঞ্চায়েত বিভিন্ন সার্টিফিকেট অনলাইনে ইস্যু করা শুরু করেছে, কিছু গ্রাম
পঞ্চায়েতের জন্য প্রথমে সার্টিফিকেট ইস্যু করতে অতিরিক্ত সময় লাগতে পারে।
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন
আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন