দূর্গাপুজো অনুমতির জন্য আবেদন | Durga Puja Permission Application

বাঙালি মানেই ১২ মাসে ১৩ পার্বন। আর এই ১৩ পার্বনের মধ্যে বাঙালির অন্যতম মূল পুজো হল দূর্গাপুজো। দুর্গাপূজা ভারত, বাংলাদেশ, নেপালসহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে সনাতনী বাঙালীর প্রধান উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এমনকি ভারতের আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর এবং ওড়িশা রাজ্যেও দুর্গাপূজা মহাসমারোহে পালিত হয়ে থাকে। 

তবে সম্প্রতি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বহু জায়গায় জাঁকজমকের সঙ্গে এই ৭-৮ দিন ব্যাপী এই পূজা পালিত হয়। তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার জন্য রাজ্য সরকার একটি সিস্টেম চালু করেছে। পাড়ার বা ক্লাবের পুজোগুলির জন্য অনলাইন অনুমতি গ্রহণ ব্যবস্থা চালু করেছে। পুজো করার জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করতে হবে।

তবে চিন্তার কিছু নেই আমাদের সাইবার ক্যাফে থেকে সুষ্ঠ ভাবে সেই আবেদন আপনারা করিয়ে নিতে পারবেন।

এইবার বলবো এই অনলাইন আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে?

১) বিগত বছরের পূজার অনুমতির NOC সার্টিফিকেট।

২) পূজা প্যাণ্ডেলের সাইট প্ল্যান।

৩) জমির NOC নথি।

৪) সেক্রেটারি বা প্রেসিডেন্টের দেওয়া কাঠামোগত স্থিতিশীলতা সার্টিফিকেট- ফরম্যাট পেতে ক্লিক করুন

৫) সেক্রেটারি বা প্রেসিডেন্টের বর্তমান তারিখ লেখা সই ও সিল।

৬) ইলেকট্রিক বিলের রিসিপ্ট/ কোটেশন।

৭) পুজোর বাজেটের নথি।

৮) ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন- ফরম্যাট পেতে ক্লিক করুন

৯) ডেকোরেটরের ডিক্লারেশন- ফরম্যাট পেতে ক্লিক করুন

১০) সেফটি ডিক্লারেশন।

 

এইবার আসুন জেনে নেওয়া যাক আপনার মনে আসা কিছু প্রশ্নের উত্তর-

আমি কীভাবে জানব যে আমার পূজার অনুমতি অনুমোদিত কিনা?

আপনাকে পোর্টালের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনার আবেদন অনুমোদিত হলে-বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে ইমেল বা এসএমএসের মাধ্যমে একটি মেসেজ পাবেন।

অনুমতি পেতে কতদিন সময় লাগে?

বিভাগের উপর নির্ভর করে প্রক্রিয়াকরণের সময় পরিবর্তিত হতে পারে। প্রক্রিয়াকরণের সময় সাধারণত ১০- ২০ কার্যদিবসের মধ্যে থাকে। আপনি পোর্টালে যেকোনো সময় আপনার আবেদনের অবস্থা ট্র্যাক করতে পারেন।

আমার আবেদন আপত্তি হলে কি হবে?

আপনার আবেদনে আপত্তি থাকলে, আপনি কারণ ব্যাখ্যা করে একটি বিশদ আপত্তি নোট পাবেন, আপনাকে সমস্যাগুলি সংশোধন করতে এবং পুনরায় জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে।

পুজোর অনুমতির জন্য আবেদন করার সময়সীমা আছে কি?

হ্যাঁ, আবেদনের সময়সীমা আছে। নিশ্চিত করুন যে আপনি সময়সীমার আগে আপনার অনুরোধ জমা দিয়েছেন।

অনুমোদনের পর আমি কীভাবে আমার অনুমতিপত্র ডাউনলোড করব?

অনুমোদন হয়ে গেলে, আমাদের সাইবার ক্যাফে থেকেই আপনার অফিসিয়াল অনুমতিপত্র ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন