স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী ?
পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা সংসদের উদ্যোগে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরে যে সমস্ত ছাত্র ছাত্রীরা টাকার অভাবে তাদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অসুবিধায় পড়ছে অথবা, টাকার অভাবে আর পড়াশোনা করতে পারছে না তাদের জন্য উচ্চ শিক্ষার তহবিল থেকে তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য এই "স্বামী বিবেকানন্দ" স্কলারশিপ চালু করেছেন।
কারা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ?
পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে স্নাতক স্নাতকোত্তর স্তর পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গের মধ্যে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।
যোগ্যতা:
• ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যেকোনো স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় এর মধ্যে পড়াশোনা করতে হবে।
• এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই ছাত্র বা ছাত্রীকে ৬০% নম্বর (60% Marks) পেতে হবে। ৬০% নম্বর না পেলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
• ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০(২.৫ লক্ষ) টাকার বেশি হওয়া চলবে না।
কী কী ডকুমেন্ট লাগবে?
• আগের পরীক্ষার মার্কশীট
• পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট (অফিসিয়াল)
• এডমিশন ফি রশিদ/একাডেমিক পেমেন্টের রশিদ
• আধার কার্ড
• রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ
• শিক্ষার্থীর স্বাক্ষর
• ব্যাংক অ্যাকাউন্ট
• একটি বৈধ মোবাইল নাম্বার
• একটি বৈধ ইমেল আইডি
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন