কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিলাপ করতে কি কি ডকুমেন্ট লাগবে? | Required documents for Centralised Admission form fillup

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সারা রাজ্যে স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়ায় অভিন্নতা ও স্বচ্ছতা আনার প্রয়োজনে এবং স্নাতকোত্তর ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের একটি মাত্র পোর্টালের মাধ্যমে রাজ্যের ১৮টি বিশ্ববিদ্যালয় ও ৪৬১ টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ/ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদের পছন্দের কোর্স খুঁজে নিতে ও তাদের যোগ্যতা অনুসারে যে কোনো একটিতে ভর্তি হবার সুযোগ করে দিতে উচ্চশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা সংসদের মাধ্যমে চালু করেছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল।

আমাদের সাইবার ক্যাফেতে চলছে এই ফর্ম ফিলাপের কাজ। ইচ্ছুক ছাত্র- ছাত্রীরা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। 

কেন আপনি/ আপনারা আমাদের সাইবার ক্যাফে থেকে এই পরিষেবা গ্রহণ করবেন?

১) আমরা যথেষ্ট সময় নিয়ে সঠিকভাবে প্রত্যেক আবেদনকারীর ভর্তির আবেদন করে থাকি।

২) আমরা দ্রুত ও নির্ভুল পরিষেবা দিয়ে থাকি।

৩) আমাদের সাইবার ক্যাফে থেকে আপনি সাশ্র্যয়ী মূল্যে ফর্ম ফিলাপ করতে পারবেন।

আসুন এবার জেনে নিন এই আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?

১. দশম শ্রেণির মার্কশিট।

২. দ্বাদশ শ্রেণির মার্কশিট। 

৩. SC/ST/OBC-A/OBC-B/EWS ইত্যাদি শংসাপত্র (প্রয়োজ্য হলে)

৪. PWD শংসাপত্র (প্রয়োজ্য হলে) 

৫. বৈধ পরিচয়পত্র (উদাহরণ: আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি)

৬. বাংলা শিক্ষা আইডি, যদি থাকে।

৭. বয়সের প্রমাণপত্র (দশম শ্রেণির অ্যাডমিট কার্ড/ দশম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেট)

৮. আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি।

৯. আবেদনকারীর স্বাক্ষর।

১০. আবেদনকারী/ অভিভাবকের ব্যাংক একাউন্ট নম্বর ও ব্যাঙ্কের IFSC।

১১. ব্যাঙ্কের চেক/ পাস বই এর প্রথম পাতা/ একাউন্ট স্টেটমেন্টের প্রাসঙ্গিক পাতা।

বিঃ দ্রঃ- 

১) যদি পূর্ববর্তী ভর্তিকৃত বর্তমান প্রতিষ্ঠানের তুলনায় বেশি ফি পেমেন্ট করা হয়ে থাকে তাহলে সেই অতিরিক্ত অর্থরাশি ভর্তি প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর ব্যাংক একাউন্টে (আবেদনকারী প্রদত্ত) ট্রান্সফার করা হবে।

২) ফর্ম ফিলাপ করা হয়ে গেলে পরবর্তী যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন- টোল ফ্রি নম্বর : ১৮০০-১০২-৮০১৪ ফোন নাম্বারে অথবা ই-মেইল করুন support@wbcap.in এই ই-মেইল আইডিতে।

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন