স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে? | Student Credit Card application

 

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু করেছে যাতে তারা কোনও আর্থিক সীমাবদ্ধতা ছাড়াই শিক্ষা গ্রহণ করতে পারে। এই স্কিমটি শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা সহ পেশাদার ডিগ্রি এবং ভারতের অভ্যন্তরে এবং বাইরের অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানে অন্যান্য সমমানের কোর্সে পড়াশোনা করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন, আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস ইত্যাদির মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই স্কিমের অধীনে ঋণ পেতে পারেন। 

পশ্চিমবঙ্গের একজন শিক্ষার্থী রাজ্য সমবায় ব্যাঙ্ক এবং এর অধিভুক্ত কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক এবং জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক এবং সরকারি/বেসরকারি খাতের ব্যাঙ্কগুলি থেকে বার্ষিক ৪% সরল সুদে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ পেতে পারেন। অধ্যয়নকালীন সুদ সম্পূর্ণরূপে পরিশোধ করা হলে ঋণগ্রহীতাকে ১% সুদে ছাড় দেওয়া হবে। 

ঋণের জন্য আবেদন করার সময় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর রাখা হয়েছে। এই ক্রেডিট কার্ডের অধীনে গৃহীত যেকোনো ঋণের জন্য পরিশোধের সময়কাল পনের (১৫) বছর হবে, যার মধ্যে মোরেটোরিয়াম/ পরিশোধের ছুটিও অন্তর্ভুক্ত। 

এখন আপনাকে জানতে হবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

১) প্রার্থীর ছবি

২) অভিভাবকের ছবি

৩) প্রার্থীর স্বাক্ষর

৪) অভিভাবকের স্বাক্ষর

৫) প্রার্থীর ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড)

৬) অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড)

৭) প্রার্থীর প্যান কার্ড

৮) অভিভাবকের প্যান কার্ড

৯) যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন সেটির ভর্তির রশিদ

১০) প্রতিষ্ঠান থেকে দেওয়া কোনো বুকলেট যাতে কোর্স ফি / টিউশন ফি উল্লেখ আছে

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন