মৃত্যু সার্টিফিকেট হল একটি আইনি নথি যা একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত করে। এটি মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ এবং স্থান এবং মৃত্যুর কারণ (যদি জানা থাকে) সহ বিস্তারিত তথ্য প্রদান করে। সম্পত্তি নিষ্পত্তি, বীমা দাবি এবং পেনশনের মতো আইনি উদ্দেশ্যে এই নথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকে এই পোস্টে আমি আপনাদের জানাবো একটি নতুন মৃত্যু সার্টিফিকেট তৈরী করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
(১) মৃত ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(২) মৃত ব্যক্তির আধার/ ভোটার/ রেশন কার্ড
(৩) মৃত ব্যক্তির বাবা, মা বা স্বামী/ স্ত্রীর আধার/ ভোটার/ রেশন কার্ড থাকলে দিতে পারেন। না থাকলে অসুবিধা নেই।
(৪) মৃত্যুর পরে দেওয়া ডাক্তারের সার্টিফিকেট।
(৫) মৃত ব্যক্তির বার্ন সার্টিফিকেট। (ডিলেড মৃত্যু সার্টিফিকেট এর ক্ষেত্রে)
তবে মনে রাখতে হবে মৃত্যুর ২১ দিন পরে যদি আপনি আবেদন করেন, তবে আপনাকে কিছু অতিরিক্ত ডকুমেন্ট দিতে হবে
১) ফর্ম ২
২) ক্রিমেশন সার্টিফিকেট
৩) পেমেন্ট চালান
৪) মৃত্যুর পরে ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেট
৫) দেরীতে রেজিস্ট্রেশন করার জন্য অনুমতি পত্র
আবেদন করার মোটামুটি ১- ২ সপ্তাহ পরে আপনাকে আমাদের সাইবার ক্যাফেতে এসে আবেদন করা মৃত্যু সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করে দেখতে হবে। মৃত্যু সার্টিফিকেট তৈরী হয়ে যাওয়ার পরে আপনি আমাদের সাইবার ক্যাফে থেকেই ওই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন
প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন
আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন