Documents required for PCC | Police Clearence Certificate | PCC আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?

যেকোনও সরকারি চাকরির জন্য বা অন্য কোনো কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) প্রয়োজন হয়। তবে এই সার্টিফিকেট পেতে গিয়ে নানান ঝামেলা পোহাতে হয় প্রার্থীকে। ছুটে যেতে হয় পুলিশের কাছে। তবে এবার আর এই সার্টিফিকেটের জন্য ছুটতে হবে না থানা বা পুলিশ সুপারের অফিসে। এবার মাত্র কয়েক দিনের মধ্যেই থানাতে না গিয়েও হাতে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবার অনলাইনে আবেদন করার পাশাপাশি শংসাপত্র পাওয়া যাবে।


PCC  আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?


সেবিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে আমাদের এই পোস্টে-

১) আধার কার্ড 

২) ভোটার কার্ড/ রেশন কার্ড/ ইলেকট্রিক বিল/ ভাড়ার এগ্রীমেন্ট

৩) রঙিন পাসপোর্ট ছবি

৪) রেফারেন্স হিসাবে ২ জন ব্যক্তির নাম ও ঠিকানা

৫) আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা ফোন


এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন