সাইবার ক্যাফেতে রেশন কার্ডের কি কি কাজ হয়? | Ration card services

রেশন কার্ড হল ভারতের রাজ্য সরকার কর্তৃক জারি করা একটি সরকারী নথি যা জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) এর অধীনে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য যোগ্য পরিবারগুলিকে কিনতে দেওয়া হয় । এগুলি অনেক ভারতীয়ের জন্য পরিচয়পত্রের একটি সাধারণ রূপ হিসেবেও কাজ করে।

আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ২ ধরণের রেশন কার্ড চালু আছে। একটি হল NFSA-এর অধীনে AAY, PHH, SPHH ও অপরটি হল RKSY এর অধীনে RKSY- I, RKSY- II, এই সকল কার্ডগুলিতে প্রাপ্ত রেশনের পরিমান সমান নয়। কোন কোন কার্ডে কত পরিমান রেশন পাওয়া যায় তা নিচে দেওয়া হল।


কার্ডের শ্রেণীচালের পরিমাণগম/ ফর্টিফায়েড আটার পরিমাণ
AAY২১ কেজি প্রতি পরিবার১৪ কেজি গম প্রতি পরিবার/ ১৩.৩ কেজি আটা প্রতি পরিবার
PHH/ SPHH৩ কেজি জন প্রতি২ কেজি গম জন প্রতি/ ১.৯ কেজি আটা জন প্রতি
RKSY I৫ কেজি জন প্রতি
RKSY II২ কেজি জন প্রতি


সাইবার ক্যাফেতে রেশন কার্ডের কি কি কাজ হয়?

১) নতুন রেশন কার্ডের আবেদন 

২) রেশন কার্ডের কারেকশন 

৩) রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক 

৪) রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিংক

৫) ই- রেশন কার্ড ডাউনলোড

৬) রেশন কার্ড ট্রান্সফার



আসুন এবার জেনে নেওয়া যাক রেশন কার্ডে কোন কোন কাজের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে?


নতুন পরিবারের রেশন কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (ফর্ম ৩ এবং ফর্ম ১০)

১) সকল সদস্যের আধার কার্ড এর কপি।

২) যদি কোনো নতুন আবেদনকারীর বয়স ৫ বছরের কম হয়, তাহলে আধার কার্ড বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে, উক্ত আবেদনকারীর জন্ম শংসাপত্রের কপি জমা দিতে হবে।

৩) যেকোনো আবেদনকারীর ঠিকানার প্রমাণ (আধার/ ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট/ পোস্টপেইড মোবাইল বিল/ ল্যান্ডলাইন ফোন বিল/ বিদ্যুৎ বিল/ ব্যাঙ্ক পাসবুক/ ড্রাইভিং লাইসেন্স)।


বিদ্যমান পরিবারে নতুন সদস্য যোগ করার জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (ফর্ম ৪)

১) পরিবারের যেকোনো বিদ্যমান সদস্যের ডিজিটাল রেশন কার্ডের  কপি।

২) যে সকল আবেদনকারী/ সদস্যকে পরিবারে যুক্ত করা হবে তাদের আধার কার্ডের কপি।

৩) যদি কোনো নতুন সদস্যের বয়স ৫ বছরের কম হয়, তাহলে আধার কার্ড বাধ্যতামূলক নয়; সেক্ষেত্রে উক্ত সদস্যের জন্ম শংসাপত্রের কপি জমা দিতে হবে।

৪) যেকোনো আবেদনকারীর ঠিকানার প্রমাণ (আধার/ ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট/ পোস্টপেইড মোবাইল বিল/ ল্যান্ডলাইন ফোন বিল/ বিদ্যুৎ বিল/ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট/ ড্রাইভিং লাইসেন্স)।


নাম, বয়স, অভিভাবকের নাম, ঠিকানা ইত্যাদি সংশোধনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (ফর্ম ৫)

১) পরিবারের যেকোনো বিদ্যমান সদস্যের ডিজিটাল রেশন কার্ডের কপি।

২) যে সকল সদস্যের বিবরণ সংশোধন করতে হবে তাদের পরিচয়পত্রের কপি (আধার/ ভোটার আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট/ ছবি সহ সরকারি আইডি/ ছবি সহ পাসবুক)।

৩) যদি ঠিকানা সংশোধন করতে হয় তাহলে যেকোনো আবেদনকারীর ঠিকানার প্রমাণ (আধার/ ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট/ পোস্টপেইড মোবাইল বিল/ ল্যান্ডলাইন ফোন বিল/ বিদ্যুৎ বিল/ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট/ ড্রাইভিং লাইসেন্স)।


এফপিএস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (ফর্ম ৬)

১) যেকোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ডের কপি।

২) যেকোনো আবেদনকারীর ঠিকানার প্রমাণ (আধার/ ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট/ পোস্টপেইড মোবাইল বিল/ ল্যান্ডলাইন ফোন বিল/ বিদ্যুৎ বিল/ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট/ ড্রাইভিং লাইসেন্স)।


রেশন কার্ড আত্মসমর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (ফর্ম ৭)

১) যে সদস্যের কার্ড আত্মসমর্পণ করতে হবে তার ডিজিটাল রেশন কার্ডের কপি।

২) মৃত্যুর কারণে আত্মসমর্পণ হলে মৃত্যুর শংসাপত্রের কপি।


বিভাগ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (ফর্ম ৮)

১) পরিবারের যেকোনো সদস্যের  ডিজিটাল রেশন কার্ডের কপি।

২) যেকোনো আবেদনকারীর ঠিকানার প্রমাণ (আধার/ ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট/ পোস্টপেইড মোবাইল বিল/ ল্যান্ডলাইন ফোন বিল/ বিদ্যুৎ বিল/ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট/ ড্রাইভিং লাইসেন্স)।

৩) আবেদনের সমর্থনে অন্য কোনো নথি।


AAY ব্যতীত পরিবার বিভক্ত করার জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (ফর্ম ১৩)

১) যে সকল সদস্য পরিবার থেকে আলাদা হতে চান তাদের ডিজিটাল রেশন কার্ডের কপি।

২) যেকোনো আবেদনকারীর ঠিকানার প্রমাণ (আধার/ ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট/ পোস্টপেইড মোবাইল বিল/ ল্যান্ডলাইন ফোন বিল/ বিদ্যুৎ বিল/ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট/ ড্রাইভিং লাইসেন্স)।

৩) আবেদনের সমর্থনে অন্য কোনো নথি (বাধ্যতামূলক নয়)।


নতুন পরিবারে স্থানান্তরিত হওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (ফর্ম ১৪)

১) যে ব্যক্তি অন্য পরিবারে স্থানান্তরিত হতে চান তার ডিজিটাল রেশন কার্ডের কপি।

২) যে পরিবারে আবেদনকারী স্থানান্তরিত হতে চাইছেন সেই পরিবারের যেকোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ডের কপি।

৩) বিবাহ/ বিবাহবিচ্ছেদ/ বিচ্ছেদ বা নতুন পরিবারের সাথে সম্পর্ক স্থাপনকারী অন্য কোনো নথির প্রমাণ।


সদস্য যোগ করার জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (ফর্ম ১৫)

১) আবেদনকারীর পরিবারের যেকোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ডের কপি।

২) প্রতিনিধি/ প্রতিনিধিদের আধার কার্ডের কপি।

৩) প্রতিনিধি/প্রতিনিধিদের ডিজিটাল রেশন কার্ডের কপি।


এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন