WBUHS Registration | WBUHS রেজিস্ট্রেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

 

আমাদের রাজ্যে প্রতি বছর বহু ছাত্র ছাত্রীরা স্বাস্থ্য বিষয় নিয়ে পড়াশুনা করার জন্য বিভিন্ন কলেজে ভর্তি হয়। তবে শুধুমাত্র ভর্তি হলেই হবে না, নিজেদেরকে West Bengal University of Health Sciences (WBUHS) তে নথিভুক্ত করতেই হবে। তাই আজকের এই পোস্টে আমরা আপনাকে জানাবো এই রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে।

আপনারা আমাদের সাইবার ক্যাফে থেকে এই রেজিস্ট্রেশন করাতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য এক্ষুনি যোগাযোগ করুন (+91) 84200 42123 এই নাম্বারে।

অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নীচে দেওয়া হল-

১. রঙিন পাসপোর্ট ছবি

২. নিজের সই

৩. কাস্ট সার্টিফিকেট

৪. বয়স প্রমাণ নথি

৫. মাইগ্রেশন সার্টিফিকেট/ স্কুল লিভিং সার্টিফিকেট

৬. NOC কপি 

৭. স্টাডি ব্রেক বা গ্যাপ থাকলে তার জন্য ডিক্লারেশন

৮. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট

৯. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

১০. PWD সার্টিফিকেট

১১. কলেজের ভর্তির স্লিপ/ ডকুমেন্ট

১২. রেজিস্ট্রেশন ফিস/ চার্জ

অফিসিয়াল লিঙ্ক- ক্লিক করুন

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন