পূর্বের একটি প্রতিবেদনে আমরা
আলোচনা করেছিলাম একটি নতুন প্যান কার্ড তৈরি কিভাবে করতে হয় ও প্যান কার্ড তৈরি করার
জন্য কি কি ডকুমেন্ট লাগবে।
যদি আপনারা কেউ সেটি এখনও না
দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে সেই প্রতিবেদনটি আগে পরে আসুন।
আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কোনো প্যান কার্ড এ যদি কোনো তথ্য ভুল থাকে তবে তা কিভাবে সংশোধন করতে হয় ও প্যান কার্ড সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে।
--- প্যান কার্ডের কোনো ভুল তথ্য সংশোধন করার জন্য কি কি নথির দরকার ---
প্যান কার্ড সংশোধন করার জন্য,
অনলাইনে বা অফলাইনে সকল ধরনের সুব্যবস্থা আছে, যার জন্য কিছু নথি প্রয়োজন হবে, যেমন:
ঠিকানা বা পরিচয় প্রমাণ হিসাবে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, বা ড্রাইভিং
লাইসেন্স ইত্যাদি।
নিচের ছকে আরও বিস্তারিত তথ্য দেওয়া হল-
Proof of Identity |
Proof of Address |
Proof of Date of Birth |
Aadhaar Card |
Aadhaar Card |
Aadhaar Card |
Voter ID card |
Voter ID card |
Voter ID card |
Driving License |
Driving License |
Driving License |
Passport |
Passport |
Passport |
Ration card |
Post office passbook |
Matriculation certificate |
Photo identity card issued by the Central
Government or State Government |
Post office passbook having an address of the
applicant. |
Birth certificate |
Pensioner card |
Latest property tax assessment |
Photo identity card issued by the Central
Government or State Government. |
Domicile certificate |
Domicile certificate |
--- প্যান কার্ডের কোনো ভুল তথ্য সংশোধন করার জন্য কিভাবে আবেদন করবেন ---
প্যান কার্ড সংশোধন করাতে চাইলে আপনারা প্রথমে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে সকল চিন্তা ও দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেবেন। কিন্তু মনে রাখবেন কিছু বিশেষ তথ্য। প্যান কার্ড সংশোধন করাতে আসার আগে যে যে জিনিসগুলি সাথে আনবেন-
(১) নিজের আধার কার্ডের জেরক্স
(১ কপি) (সেখানে যাতে নিজের নাম, পুরো জন্ম তারিখ ও ঠিকানা সম্পূর্ণ সঠিক থাকে)
(২) মাধ্যমিকের অ্যাডমিটের
জেরক্স। (১ কপি) (প্রয়োজনে)
(৩) নিজের দুটি সাম্প্রতিক
রঙিন পাসপোর্ট ছবি।
(৪) যার প্যান কার্ড করা হবে
তাকে আসতে হবে। (সই করার জন্য)
(৫) একটি কাগজে নিজের চালু
ফোন নাম্বার লিখে আনবেন।
(৬) আপনার ভুল থাকা প্যান কার্ডের
একটি জেরক্স কপি। (Both side এক দিকে)
(৭) প্যান কার্ড তৈরির জন্য
বরাদ্দ টাকা। (নগদ) (যোগাযোগের সময় টাকার অঙ্ক বলে দেওয়া হবে)
----------------------------------------------------------------------------------------------------
* প্যান কার্ড সংশোধন করার
যাবতীয় ফর্ম আমরাই পূরণ করব, আপনাদের কিছুই করতে হবে না।
* প্যান কার্ড সংশোধন দিনের
দিনই আবেদন করে দেওয়া হয়।
* প্যান কার্ড সংশোধনের আবেদনের
পরে নিজেরা এসে স্লিপটি নিয়ে যাবেন।
* প্যান কার্ড সংশোধনের আবেদনের
৭-৮ দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারেন। (শর্তাবলী প্রযোজ্য)
* প্যান কার্ড সংশোধনের আবেদনের
১৫-২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
বিঃ দ্রঃ-
মনে রাখবেন প্যান কার্ড সংশোধনের আবেদনের মূল্য কোনো অবস্থায় ফেরত হবে না।
এরপরেও যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাস্য থাকে তবে এই ওয়েবসাইটের নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন।
প্যান কার্ডে নাম পরিবর্তন কিভাবে করবেন
বা নাম সংশোধন করাতে কি কি ডকুমেন্ট দরকার, জানতে হলে এই লিঙ্কে ক্লিক করুন
প্যান কার্ড সংক্রান্ত যে কোনো বিষয়ে আর বিশদে জানার জন্য সরাসরি আমাদের সাইবার
ক্যাফেতে যোগাযোগ করুন। আমাদের ক্যাফে খুঁজে পেতে সমস্যা হলে পাশের চিহ্নে ক্লিক করুন
F