আমাদের দেশ এখন শুধুমাত্র ইন্ডিয়া নয়, আমাদের দেশ এখন ডিজিটাল ইন্ডিয়া। যতই ডিজিটাল ইন্ডিয়া হোক না কেন, আমাদের এমন কিছু কাজ থাকে যার জন্য আমাদের সেই সাইবার ক্যাফেতে ছুটতেই হয়। কিন্তু সেখানে গিয়েও যে শান্তি নেই, কারণ সেখানেও বিভিন্ন মানুষের ভিড়, সময় ধরে অপেক্ষা করা আরও কত কি। তারপরেও মনের ভিতর যেন একটা খুঁতখুঁত থেকেই যায় যে যেমনটা চেয়েছিলাম তেমনটা পেলাম না।
এখানেই আমরা আছি আপনাদের পাশে। কাজ করানোর জন্য আপনারা আমাদের সাইবার ক্যাফেতে আসতেই পারেন, কিন্তু যারা বয়স্ক, হাঁটতে চলতে পারেন না বা যারা দৈনন্দিন জীবনে খুবই ব্যস্ত, তো এই মানুষদের পাশে থেকে সাহায্যের জন্য আমারাই একমাত্র শুরু করেছি সাইবার ক্যাফের অনলাইন পরিষেবা। তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সব পরিষেবাও আবার অনলাইনে সম্ভব নয়। আসুন জেনে নিন কি কি পরিষেবা অনলাইনে নিতে পারবেন।
যদি আপনি ডিটিপি বা গ্রাফিক্সের কোনো কাজ আমাদের
দিয়ে অনলাইনে করাতে চান----
১) লোগো তৈরি করা
২) ব্যানার ডিসাইন করা
৩) ফ্লেক্স ডিসাইন করা
৪) বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য কোনো বিজ্ঞাপন
৫) কোনো ছবি এডিট
৬) কোনো ভিডিও এডিট
৭) বাংলা বা ইংরাজি ভাষায় কোনো টাইপিং
৮) লেটার হেড ডিসাইন
৯) ফর্ম তৈরি, হ্যান্ড বিল ডিসাইন, ভিসিটিং কার্ড ডিসাইন,
ব্রুসিয়ার ডিসাইন ইত্যাদি
১০) স্কুল ও কলেজের বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি
যদি আপনি প্রিন্ট বা জেরক্সের কাজ আমাদের দিয়ে
অনলাইনে করাতে চান----
আপনি চাইলে প্রিন্ট বা জেরক্সের কাজও অনলাইনে করাতে পারেন কিন্তু কোনো জটিল প্রিন্ট বা জেরক্সের ক্ষেত্রে আপনাকে আমাদের সাইবার ক্যাফেতে আসতে হবে।
যদি আপনি কোনো অফিসিয়াল কাজ আমাদের দিয়ে অনলাইনে
করাতে চান----
অফিসিয়াল কাজ বলতে যেমন ভোটার, আধার, প্যান বা রেশন কার্ডের কোনো সংশোধন বা নতুন আবেদন, কোনো চাকরীর পরীক্ষার ফর্ম ফিলাপ। এই ধরনের কাজ গুলির অনলাইন পরিষেবা আমরা দিচ্ছি না, কারণ এই ধরনের কাজ গুলি করতে গিয়ে একটা সামান্য ভুল আপনাকে সারাজীবন ভোগাতে পারে। তাই এই কাজগুলি করানোর জন্য আপনাদের সশরীরে আসতেই হবে।
বিঃ দ্রঃ- অনলাইনে ঘরে বসে কাজ করানোর ক্ষেত্রে কিছু শর্ত আপনাদের জেনে রাখা উচিৎ। উপরোক্ত সকল কাজগুলি করানোর আগে আমাদের সাথে ফোনে (8420042123) সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আপনাকেই করে নিতে হবে এবং আপনারা কোন কাজ কিভাবে করাতে চান সেটাও পরিষ্কার করে বলে দিতে হবে ও উভয় পক্ষ রাজি থাকলে কাজের মোট অর্থের ৫০% টাকা অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। মনে রাখবেন অনলাইনে কাজের ক্ষেত্রে ৫০% অগ্রিম পাওনা ছাড়া কোনো কাজই শুরু করা হবে না। কাজের শেষে আপনাকে WhatsApp এ কাজের একটা কপি আপনাকে পাঠানো হবে। যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় তবে সর্বোচ্চ ২ বারই করা হবে। সর্বশেষে সম্পূর্ণ পেমেন্ট পাওয়ার পরই আপনাকে আসল কাজ বা কাজের ফাইল পাঠিয়ে দেওয়া হবে।
হ্যাঁ, আপনাদের পেমেন্ট নিয়ে মনে বিভিন্ন প্রশ্ন আসতেই পারে,
তবে আমরা আপনাকে বলছি, আমরা একদিনের জন্য নয় সব সময়ের জন্য ব্যবসা করার ধ্যান ধারনা
নিয়ে আসছি।