বিলম্বিত (Delayed) জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য Permission letter কিভাবে পাবেন?

 

আজকে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে বিলম্বিত (Delayed) জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য একটি অতি প্রয়োজনীয় ডকুমেন্ট হল "অনুমতি পত্র" বা Permission letter যা অনলাইনে আবেদন করে বের করতে হয়। 

তাহলে এই অনুমতি পত্র কাদের প্রয়োজন হবে?

যে বা যারা তাদের জন্মের ২১ দিনের মধ্যে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেননি তো তাদের ক্ষেত্রে এই অনুমতি পত্র প্রয়োজন হবে।

এইবার জেনে নিন এই অনুমতি পত্র অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

১) জন্মের প্রমাণপত্র: প্রধান / চেয়ারম্যানের কাছ থেকে যাচাইকরণের সনদ (Verification Certificate from Pradhan / Chairman) বা

২) হাসপাতাল / ডাক্তারের সনদ (Certificates of Institutes - Hospital / Doctors) বা

৩) আবেদনকারীর হলফনামা। (Affidavit by petitioner)

৪) স্থানীয় ৫ জন ব্যক্তির কাছ থেকে ঘোষণাপত্র। (Declaration from 5 local person)


এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন