স্মার্ট প্রিপেইড ইলেকট্রিক মিটার রিচার্জ | Smart Prepaid Electric Meter | WBSEDCL

 

WBSEDCL দ্বারা প্রদত্ত স্মার্ট প্রিপেইড ইলেকট্রিক মিটার হল এমন একটি ডিভাইস যা গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রি-পেমেন্ট করতে এবং রিয়েল-টাইমে তাদের খরচ ট্র্যাক করতে দেয়, যেমন একটি প্রিপেইড মোবাইল ফোন যখন আপনারা ব্যবহার করেন তখন সেই মোবাইলের ব্যবহারের বিবরণ নিজের ফোন থেকেই দেখতে পারেন। যেমন কত টাকা দিয়ে রিচার্জ করেছিলেন, কত গুলো ফোন ও ম্যাসেজ করা হয়েছে, সেই দিনে কত পরিমান ইন্টারনেট ব্যবহার হয়েছে ও কতটা ইন্টারনেট ব্যালান্স বাকি আছে ইত্যাদি। এখানেও একই ভাবে আপনার ব্যবহার করা বিদ্যুতের সম্পূর্ণ বিশদ বিবরণ আপনি পেয়ে যাবেন।

জমির পর্চা বের করতে চান?

সুতরাং এখন পরিষ্কার ভাবে এটা বোঝা গেলো যে সম্পূর্ণ ব্যবস্থাটি ইন্টরনেটের সাথে জড়িত। এইখানে সমস্যার সম্মুখীন হতে পারেন বয়স্ক ব্যক্তিরা। যারা ততটাও ইন্টারনেট ও তার ব্যবহারের সাথে অভ্যস্ত নয়। তাই সেই কথা মাথায় রেখে আমরা আপনাদের সুষ্ঠ ভাবে এই পরিষেবা দিতে এগিয়ে এসেছি। 

চিন্তার কিছু নেই আপনার বাড়ির স্মার্ট মিটার রিচার্জ করার জন্য চলে আসুন আমাদের সাইবার ক্যাফেতে। যেখানে আপনি নিম্নলিখিত পরিষেবাগুলি পাবেন।

(১) বিল জমা দেওয়া

(২) মিটার রিচার্জ করা

(৩) পুরানো ও নতুন বিল বের করা

(৪) মিটারে নিজের ফোন নাম্বার লিঙ্ক করা

(৫) মিটারের রিডিং বের করা

এই বিল জমা দেওয়ার জন্য বা স্মার্ট মিটার রিচার্জ করার জন্য আপনাকে কি কি সাথে আনতে হবে?

(১) আপনার কনজিউমার আইডি।

(২) আপনার ইলেকট্রিক বিলের সাথে লিঙ্ক ফোন নাম্বার ও সেই ফোন সাথে আনতে হবে।

(৩) আপনার ইলেকট্রিক বিলের সাথে কোনো ফোন নাম্বার লিঙ্ক না থাকলে, যেকোনো একটি ফোন আনতে পারেন।

বিঃ দ্রঃ- আপনার যদি ফোন পে বা গুগোল পে থাকে তবে ক্যাশ টাকা না আনলেও চলবে।

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন

আরও আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ- ক্লিক করুন