ওয়েসিস স্কলারশিপ | West Bengal Oasis Scholarship


ওয়েসিস স্কলারশিপ কি?

ওয়েসিস স্কলারশিপের অধীনে রাজ্যের অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের এসসি, এসটি এবং ওবিসি শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়ে থাকে। এটি মেরিট ভিত্তিক স্কলারশিপ নয়, তাই নির্দিষ্ট আয়ের পরিবারগুলির শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়া থেকেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এবং স্নাতকোত্তর স্তরে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন, পলিটেকনিক, নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি পড়াশুনোর ক্ষেত্রেও এই স্কলারশিপের অর্থ পাওয়া যায়।

এই স্কলারশিপে অর্থের পরিমাণ শ্রেণীভিত্তিক আলাদা করা হয়েছে অর্থাৎ উঁচু শ্রেণীর ক্ষেত্রে অর্থের পরিমাণও বেশি রাখা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে হোস্টেলের ছাত্র ছাত্রীদের জন্য অধিক স্কলারশিপের অর্থ প্রদান করা হয়ে থাকে।


ওয়েসিস স্কলারশিপ কারা পাবে ও যোগ্যতা?

ওয়েসিস স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এছাড়া নিম্নউল্লিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবেঃ

SC শিক্ষার্থীদের প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে

  • আবেদনকারীকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হতে হবে
  • তফসিলি জাতি (SC) বিভাগের অন্তর্গত হতে হবে
  • পরিবারের আয় বার্ষিক ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়

ST শিক্ষার্থীদের প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে

  • নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হতে হবে
  • আবেদনকারীকে তফসিলি উপজাতি (ST) বিভাগের অন্তর্গত হতে হবে
  • পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি নয়

SC/ST শিক্ষার্থীদের পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে

  • শিক্ষার্থীকে অবশ্যই মাধ্যমিক পরবর্তী স্তরে পড়াশোনা করতে হবে
  • আবেদনকারীকে SC বা ST শ্রেণীর অন্তর্গত হতে হবে
  • পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়

OBC শিক্ষার্থীদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে

  • শিক্ষার্থীকে অবশ্যই মাধ্যমিক পরবর্তী স্তরে পড়াশোনা করতে হবে
  • আবেদনকারীকে OBC শ্রেণীর অন্তর্গত হতে হবে
  • পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়

ওয়েসিস স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়?

ওয়েসিস স্কলারশিপের টাকা রাজ্য ও কেন্দ্র সরকার মিলিত ভাবে প্রদান করে থাকে। এক্ষেত্রে ৬০% অনুদান হল রাজ্যের এবং ৪০% অনুদান কেন্দ্র প্রদান করে। তাই অনেক সময়ই ছাত্র ছাত্রীরা একবারে অথবা দুই বারে স্কলারশিপের অর্থ পেয়ে থাকেন। 

ওয়েসিস স্কলারশিপ করতে কি কি লাগে?

ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টসগুলির ফোটোকপি প্রয়োজন (তবে এই তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের ভেরিফিকেশন পদ্ধতির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে)।

  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ
  • কাস্ট সার্টিফিকেট
  • মাধ্যমিক এডমিট কার্ড (পোস্ট-ম্যাট্রিকের ক্ষেত্রে)
  • উচ্চ মাধ্যমিক মার্কশিট (স্নাতক স্তরের ক্ষেত্রে)
  • শেষ ফাইনাল পরীক্ষার মার্কশিট
  • আয়ের  সার্টিফিকেট 
  • ব্যাঙ্ক পাসবুক
  • রঙিন ফোটো

এছাড়াও অন্য কোনো বিষয় জানতে আমাদের WhatsApp করুন 👉 ক্লিক করুন

প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের সাইবার ক্যাফের সাথে যুক্ত হতে ক্লিক করুন